Alexa বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক

বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৩৯ ২২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ছেলের বিরুদ্ধে স্কুল শিক্ষক বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লতিফপুর দক্ষিণপাড়ায় সোমবার রাত ১টায় এ ঘটনা ঘটে। 

নিহত ওয়াদুদ বাবুল মাস্টার শ্রীপুরের লতিফপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি গার্লস স্কুলের শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার ছেলে এমদাদ হাশমি রাতুলকে আটক করেছে পুলিশ। 

শ্রীপুর থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, লতিফপুর দক্ষিণপাড়ার নিজ বাড়িতে রাতে বাবুল মাস্টারের সঙ্গে তার ছেলে রাতুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় বাবুল মাস্টার মারা যান। 

এসআই আরো জানান, এ ঘটনায় নিহতের ছেলে রাতুলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএস