Alexa বান্দরবান শহর আওয়ামী লীগের নেতৃত্বে অমল-শামসুল

বান্দরবান শহর আওয়ামী লীগের নেতৃত্বে অমল-শামসুল

বান্দরবান প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:০৬ ২০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবান শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অমল দাশ সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলন উপলক্ষে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বান্দরবান শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে বান্দরবান রাজার মাঠের সমাবেশস্থলে জড়ো হয়। পরে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অতিথিরা মিলে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী। এতে সভাপতিত্ব করেছেন বান্দরবান শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।

এদিকে দীর্ঘদিন পরে বান্দরবান শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।

ডেইলি বাংলাদেশ/আরএম