Alexa বান্দরবানে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত

বান্দরবানে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩৪ ২ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার সুয়ালক ইউপির কাইছতলী তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান ওই গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

২নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন জানান, আবদুর রহমান উমব্রুপাড়ায় বাঁশ কাটছিলেন। হঠাৎ একদল বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, আবদুর রহমানের সহকর্মীরা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর