Alexa বাজিতে হেরে অক্ষয়কে বিয়ে করেছিলেন টুইঙ্কেল!

বাজিতে হেরে অক্ষয়কে বিয়ে করেছিলেন টুইঙ্কেল!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৭ ১২ নভেম্বর ২০১৯  

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না

বলিউডের দর্শকপ্রিয় নায়ক অক্ষয় কুমার কখনো প্রিয়াঙ্কা কখনো শিল্পা শেট্টিসহ বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। তবে এ অভিনেতা ঘর বেঁধেছেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে। তাদের বিয়ের সিদ্ধান্তটা নাকি অনেকটা ফিল্মি স্টাইলে হয়েছিলো।

২০০০ সালে টুইঙ্কেলের ‘মেলা’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। আমিরের বিপরীতে রূপা সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন টুইঙ্কেল। সিনেমাটি নিয়ে টুইঙ্কেল ভীষণ আশাবাদী ছিলেন। ফিল্মটা যে সুপারহিট হবে সেটা অক্ষয়কে জানিয়েছিলেন। অক্ষয় কিন্তু সেটা মানতে পারেননি। সেসময়ই টুইঙ্কেল বাজি ধরেছিলেন সিনেমাটি নিয়ে। 

বাজিটা ছিলো এরকম- যদি সিনেমাটি সফল না হয় তাহলে তিনি অক্ষয়কে বিয়ে করবেন। ক্যারিয়ারের শীর্ষ মূহূর্তে বিয়ে করতে চাইছিলেন না টুইঙ্কেল। তাই এই বাজি ধরেন। কারণ তিনি এক প্রকার নিশ্চিত ছিলেন তিনি বাজি জিতবেনই। কিন্তু মুক্তি পাওয়ার পর দেখা যায়, টুইঙ্কেল বাজি হেরে যান। সিনেমাটা বক্স অফিসে তেমন চলেনি। এরপর ২০০১ সালে অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল।

ডিজাইনার বন্ধুর বাড়িতে মাত্র দু’ঘণ্টার একটি অনুষ্ঠান করে তারা বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিল মাত্র ৫০ জন অতিথি। সেই তালিকায় আমির খান, রাজনৈতিক নেতা অমর সিংহ এবং পরিচালক ধর্মেশ দর্শনের মতো ঘনিষ্ঠ কয়েকজন অতিথি ছিলেন।

তারা যে সত্যিই বিয়ে করেছেন তা প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেননি। অন্যদিকে অক্ষয়ের ঘন ঘন প্রেমে পড়া দেখে অনেকেই ভেবেছিলেন তাদের সম্পর্ক বেশি দিন টিকবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ১৮ বছর ধরে সুখী দম্পতি তারা। আরভ এবং সিতারা নামে দুই সন্তানও রয়েছে তাদের।

ডেইলি বাংলাদেশ/এনএ