Alexa বাজারে স্মার্ট ডায়াপার!

বাজারে স্মার্ট ডায়াপার!

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:০৩ ২১ জুলাই ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাজারে শিশুদের জন্য আসছে স্মার্ট ডায়াপার। বাচ্চা মলমূত্র ত্যাগ করলে এ ডিভাইস স্মার্টফোনে ‘অ্যালার্ট নোটিফিকেশন’ পাঠাবে। শুধু তাই নয়, শিশুর ঘুম এবং জেগে ওঠার সময়ও তথ্য পাঠাবে সেন্সরটি।

সম্প্রতি মার্কিন বেবি প্রোডাক্ট নির্মাতা ‘প্যাম্পার’ এমনই এক অত্যাধুনিক ডায়াপার নিয়ে এসেছে। ক্যামেরা, মনিটর, অ্যাপ ও সেন্সর সব মিলিয়ে একত্রে কাজ করবে লুমি সিস্টেমটি। এটিতে থাকবে দুটি সেন্সর থাকবে যার মাধ্যমে ডায়াপারের অবস্থা বোঝা যাবে।

এই ডায়াপারটি অনেক কাজেই ব্যবহার হবে। যেমন- ভিডিও মনিটরের সাহায্যে শিশুর কার্যকলাপও দেখা যাবে। পুরো সিস্টেমটি কাজ করবে অ্যাপের সাহায্যে। স্মার্ট ডায়াপারের দাম কতো হবে তা জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি বাজারে আসবে।

ডেইলি বাংলাদেশ/এনকে

Best Electronics
Best Electronics