Alexa বাজারে আসছে ১৫ ইঞ্চি ডিসপ্লে’র সারফেস ল্যাপটপ

বাজারে আসছে ১৫ ইঞ্চি ডিসপ্লে’র সারফেস ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪১ ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৪:৪৬ ১৫ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাইক্রোসফটের সার্ফেস হার্ডওয়্যার ইভেন্ট অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। অনুষ্ঠানে সারফেস ল্যাপটপ ৩ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ১৫ ইঞ্চি ল্যাপটপটির অ্যাস্পেক্ট রেশিও হবে ৩:২। সবচেয়ে বড় চমক হলো, এই ল্যাপটপে থাকবে এডিএমের তৈরি ১২ ন্যানোমিটার প্রসেসর। অষ্টম ও দশম প্রজন্মের ইন্টেল সিপিইউ থাকতে পারে। খবর দ্য ভার্জ।

সারফেস ল্যাপটপটি বাজারে আসলে খানিকটা স্বস্তিতে থাকবে মাইক্রোসফট। এছাড়াও আরো কিছু ডিভাইস আনতে পারে মাইক্রোসফট। এর মধ্যে সারফেস প্রো ৭ অন্যতম।

সারফেস প্রো ৭ পাঁচটি ভিন্ন সংস্করণে আসতে পারে। সবচেয়ে কম দামি সংস্করণটিতে থাকবে ইন্টেল কোর আই৩ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। সবচেয়ে দামি সংস্করণটিতে পাওয়া যাবে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।

ডেইলি বাংলাদেশ/অরিন/এনকে