Alexa বাগেরহাটে সুপারি গাছ থেকে প্রাণ গেল দুইজনের

বাগেরহাটে সুপারি গাছ থেকে প্রাণ গেল দুইজনের

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩৩ ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১৪:২৩ ৯ নভেম্বর ২০১৯

জুয়েল মুন্সি (ছবি: ডেইলি বাংলাদেশ)

জুয়েল মুন্সি (ছবি: ডেইলি বাংলাদেশ)

বাগেরহাটের শরণখোলায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রায়েন্দা ইউপির উত্তর তাফালবাড়ি এবং দুপুরে ধানসাগর ইউপির রাজাপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

রায়েন্দা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, উত্তর তাফালবাড়ি গ্রামের মকবুল ফকির নিজ বাড়ির বাগানে সুপারি পাড়তে যান। এ সময় গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অপরদিকে ধানসাগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য সুমন তালুকদার জানান, তার গ্রামের ইউসুফ মুন্সির ছেলে জুয়েল মুন্সি সুপারি গাছ থেকে পড়ে গুরুত আহত হলে প্রথমে তাকে শরণখালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় (শুক্রবার) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম