Alexa বাগদাদে বিক্ষোভে নিহত ২, আহত ৩৮

বাগদাদে বিক্ষোভে নিহত ২, আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৫ ২১ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে চলমান সরকার বিরোধী বিক্ষোভে দু’জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা বাহিনী বাগদাদের দু’টি মূল সেতুর নিকটে বিক্ষভকারীদের উপর টিয়ারশেল ও ক্যানিস্টার নিক্ষেপ করে। এতে সেখানে দু'জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের সূত্র জানিয়েছে।

সূত্রটি আরো জানায়, বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে সরাসরি টিয়ারশেল ক্যানিস্টার নিক্ষেপ করায় মূলত এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের একজন সিনাক ব্রীজের কাছে ও অন্যজন সংলগ্ন আহরর বীজের কাছে নিহত হয়েছেন। এছাড়া আহতদের নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের কয়েকজন তাজা গোলাবারুদে আহত হয়েছেন এবং অন্যরা রাবার গুলি ও টিয়ারশেলের কারণে।

চলতি বছরের অক্টোবর থেকে বাগদাদ ও দক্ষিণ ইরাকে শুরু হওয়া সরকার বিরোধী এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় তিনশ মানুষ নিহত হয়েছেন।

২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ এটি।

সূত্র: রয়টার্স

ডেইলি বাংলাদেশ/মাহাদী