বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:২২ ১৬ জানুয়ারি ২০২০

ফাইল ফটো
সফরকারী বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে তিন নতুন মুখ রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি।
পাকিস্তান দলে প্রথমবার ডাক পেয়েছেন হারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।
স্কোয়াডে অধিনায়ক বাবর আজম ছাড়াও আছেন ইফতিখার আহমেদ, অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তরুণ পেসার মুসা খান, অভিজ্ঞ লেগ-স্পিনার সাদাব খান।
বিপিএলে দারুণ ফর্মে ছিলেন শোয়েব মালিক। তারই পুরস্কার পেলেন তিনি। এছাড়াও চোটের কারণে আগের সিরিজে দলে না থাকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে দলে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭৪ জানুয়ারি।
পাকিস্তানের ১৫ সদস্যের দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।
ডেইলি বাংলাদেশ/এম