Alexa বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৮ ২১ মে ২০১৯   আপডেট: ০০:০০ ২২ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, পাকিস্তানকে ভিসা দেয়া বন্ধ হয়নি। ব্যক্তি বিশেষ কিছু ভিসা দেয়া বন্ধ হতে পারে। বরং পাকিস্তান বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো টানাপোড়েন নেই।

ভারতে লোকসভা নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও সুন্দর থাকবে।

এর আগে, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি চার মাসেও সুরাহা না হওয়ায় পাকিস্তানের নাগরিকদের জন্য ১৩ মে থেকে ভিসা দেয়া বন্ধ করেছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে/এলকে

Best Electronics
Best Electronics