Alexa বাঁধের মাটি চুরি করে ইট তৈরি, লাখ টাকা জরিমানা

বাঁধের মাটি চুরি করে ইট তৈরি, লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২০ ১৮ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি চুরি করে ইট তৈরির অভিযোগে পাবনার সুজানগরে এক ইটভাটাকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার নাজিরগঞ্জ ইউপির উদয়পুর গ্রামের একতা ইটভাটাকে এ জরিমানা করা হয়। সুজানগরের ইউএনও সুজিৎ দেবনাথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একতা ইটভাটায় অভিযান চালান হয়। অভিযানে একতা ইটভাটা কোন লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে চুরি করে মাটি কেটে ইট তৈরিরও প্রমাণ পাওয়া গেছে।

ইউএনও অরো জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে একতা ইটভাটার মালিক শাহজাহান আলীকে এক লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করে সুজানগর থানা-পুলিশ। এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন ইএনও সুজিৎ দেবনাথ।

ডেইলি বাংলাদেশ/জেডআর