Alexa বস্তাবন্দী হাতে ট্যাটু আঁকা নারীর মরদেহ উদ্ধার

বস্তাবন্দী হাতে ট্যাটু আঁকা নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৮ ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২২:২১ ৫ ডিসেম্বর ২০১৯

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বৃহস্পতিবার সকালে বস্তাবন্দী অবস্থায় এক নারীর পচাগলা মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। বস্তাটি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই পুলিশে খবর দেন। বাগবাজার ঘাটে এ ঘটনা ঘটে।  কলকাতা উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে।   

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই নারীকে খুন করে বস্তায় ঢোকানো হয়েছে। তার দু’হাতেই ট্যাটু করা রয়েছে। একহাতে লেখা ‘রূপা’ এবং অন্য হাতে ‘ওঁ’ লেখা এবং একটি ত্রিশূলের ছবি আঁকা। পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি।

তবে ওই নারীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই নারীর মুখ সম্পূর্ণ ভাবে বিকৃত করা হয়েছে। কী ভাবে তাকে খুন করা হয়েছে, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ