Alexa বশেমুরবিপ্রবি খুলছে কাল

বশেমুরবিপ্রবি খুলছে কাল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৪০ ১৭ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দীর্ঘ ১৪ দিনের ছুটি শেষে রোববার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত করা হয় ।

জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৪ আগস্ট থেকে শুরু হওয়া ছুটি শেষ হয় ১৫ আগস্ট । ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার (সাপ্তাহিক ছুটি) হওয়ায় আগামীকাল রোববার (১৮ আগস্ট) থেকেই শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। একই দিন থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

এদিকে শিক্ষার্থীদের সুবিধায় ১৪ আগস্ট থেকে খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। দীর্ঘ ছুটি শেষে আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

ডেইলি বাংলাদেশ/এমএইচ