Alexa বর্ষায় এক কিলোমিটার সড়কে দুর্ভোগ

বর্ষায় এক কিলোমিটার সড়কে দুর্ভোগ

এম নাজিম উদ্দিন, রাঙামাটি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৯ ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৫:২২ ২১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটি কাউখালীর কলমপতি ইউপির সুগারমিল পূর্ব আদর্শ গ্রামের মূল সড়কের এক কিলোমিটার কাঁচা। এই কাঁচা সড়কে প্রায় দেড় শতাধিক পরিবার যাতায়াত করেন। তবে বর্ষায় বৃষ্টিতে সড়কটি জমিতে রূপ নেয়। ফলে বর্ষা জুড়ে পরিবারগুলোর সদস্যের দুর্ভোগ পোহাতে হয়। 

চলতি বছরের বর্ষার পর থেকে সড়কে কাদা তৈরি হয়েছে। এক সময় সড়কে গাড়ি যাতায়াত করলে সেটি আর দেখা যায় না। এছাড়া স্থানীয়দের আগের মত নিয়মিত চলাচল করতে দেখা যাচ্ছে না। এছাড়া বৃষ্টির পানিতে পাহাড়ের মাটি সড়কে পড়লে অবস্থা আরো বেগতিক হয়। ফলে গাড়ি চলাতো দূরের কথা মানুষ চলাচল করতে পারে না।  তাছাড়া শত শত ছাত্র-ছাত্রী যাতায়াতের সময় ভোগান্তিতে পড়তে হয়। 

স্থানীয় মাহফুজুর রহমান জানান, সারাদেশে উন্নয়নের জোয়ারের কথা শুনতে পাই। কিন্তু এক কিলোমিটার সড়কের জন্য দেড়শ পরিবারের মানুষের কষ্টের শেষ নেই।

স্থানীয় বাসিন্দা প্রবাসী আবুল হাসান জানান, সড়কের বেহালের কারণে পুরো বর্ষাকালে ছেলে-মেয়েরা স্কুলে নিয়মিত যেতে পারে না। ফলে লেখাপড়ার অবস্থা খারাপ হয়ে পড়ে। এতে তারা অন্যদের তুলনায় অনেক পিছিয়ে পড়ে। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, সড়কটি এইচবিবি করতে জেলা পরিষদসহ সংশ্লিষ্ট দফতরে একাধিকবার আবেদন করা হয়েছে। এরপরও কাজ হচ্ছে না। তবে চলতি অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে সড়কটি এইচবিবি করে দেয়া হবে।

কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, চলতি অর্থ বছরে পাকা সড়ক থেকে আধা কিলোমিটার কাজের প্রকল্প দেয়া হয়েছে। বরাদ্দ পেলে সড়কে কাজ শুরু হবে। 

কাউখালী উপজেলা প্রকৌশলী পরিতোষ চন্দ্র দে জানান, মূল সড়কগুলো নিয়ে চিন্তিত রয়েছি। যেখানে দুই বছর কাউখালী-সুগারমিল মূল সড়কের বরাদ্দ নিতে কষ্ট হচ্ছে, সেখানে সংযোগ সড়কের কাজ আমাদের পক্ষে অসম্ভব।  স্থানীয়রা পূর্ব আদর্শগ্রাম সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ