Alexa বরিসের ‘ট্রাম্প চুক্তির’ আহ্বান নাকচ ইরানের

বরিসের ‘ট্রাম্প চুক্তির’ আহ্বান নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫০ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু চুক্তির বদলে নতুন ‘ট্রাম্প চুক্তির’ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে আহ্বান জানিয়েছেন সেটিকে নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইরান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চুক্তি করেনি যে তার ক্ষমতা চলে গেলে সেটি বাতিল হয়ে যাবে।

জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরান সংলাপ ও কূটনীতিতে বিশ্বাসী। বিশ্বের ছয়টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে সে ব্যাপারে পুনরায় আলোচনায় বসতে তৈরী নয় ইরান। তিনি আরো বলেন, আমরা কোনো ‘ওবামা চুক্তি’ করিনি যে সেটিকে এখন ‘ট্রাম্প চুক্তির’ সঙ্গে পরিবর্তন করবো। এছাড়া যদি আমরা পরিবর্তন করিও, তবে এর নিশ্চয়তা কি যে আগামী বছরে আমাদের পুনরায় বাইডেনীয়, স্যান্ডার্সীয় অথবা ওয়ারেনীয় চুক্তি করার প্রয়োজন হবে না।

জারিফের টুইটটি

চলতি বছরের শেষে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তিন প্রার্থীর নাম উল্লেখ করে এই মন্তব্য করেছেন জারিফ। মঙ্গলবার ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তির বদলে নতুন ‘ট্রাম্প চুক্তি’ স্বাক্ষরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একইদিনে বরিসের আহ্বানে একমত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বান জানানোর একদিন পরেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন জারিফ। 

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জনসনের বক্তব্যের ব্যাখ্যায় বলেছে, তিনি বোঝাতে চেয়েছেন যে, যদি যুক্তরাষ্ট্র ও ইরান রাজী হয় তাহলে পরমাণু সমঝোতার পরিবর্তে তুলনামূলক একটি ভালো চুক্তি করা যেতে পারে।

পর্যবেক্ষকরা বলছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন এখন যে কথাটি বলেছেন একই কথা দীর্ঘ সময় ধরে বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে তিনি আরো ভালো কোনো চুক্তি সই করবেন। কিন্তু ইরান তখন থেকে বলে এসেছে, কয়েক বছরের প্রচেষ্টায় বর্তমান পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে। তাই এই ব্যাপারে আলোচনা করতেও তৈরী নয় দেশটি।

সূত্র- পার্সটুডে

ডেইলি বাংলাদেশ/এসএমএফ