Alexa বরিশালে ২১ জেলে আটক

বরিশালে ২১ জেলে আটক

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২৯ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে মেঘনাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২১ জেলেকে আটক করেছে মৎস্য অধিদফতর।

রোববার রাত থেকে সোমবার পর্যন্ত তাদের আটক করা হয়। এর মধ্যে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড ও ছয়জনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জেলার কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

অপরদিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জালসহ পাঁচ জেলেকে আটক করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর