Alexa বরিশালে বুলবুলের তাণ্ডবে ৩০৫০ বাড়ি বিধ্বস্ত

বরিশালে বুলবুলের তাণ্ডবে ৩০৫০ বাড়ি বিধ্বস্ত

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৫ ১১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তিন হাজার ৫০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে ৫০টি বাড়ি পুরোপুরি, তিন হাজার বাড়ি আংশিক বিধস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, বুলবুলের আঘাতে এক লাখ হেক্টর জমির উফশী জাতের রোপা আমন, দুই হাজার হেক্টর জমির খেসারি ডাল, চার হাজার হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৪৩৫টি মৎস্য ঘের ও পুকুর, ১২০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার সকালে বরিশালের ডিসি এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ ঘণ্টা পর বরিশাল নগরীসহ জেলার সব স্থানে বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর