Alexa বরিশালে প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

বরিশালে প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৪ ১৭ নভেম্বর ২০১৯  

বরিশালে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। রোববার সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিষয়ের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হয়।

এবার বরিশাল বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন।

বিভাগের ছয় জেলায় কেন্দ্রের সংখ্যা ৫২৭টি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৮৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ১ লাখ ১ হাজার ৩৬৮ জন ছাত্রী। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৫১ হাজার ৩২৯ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ হাজার ৩৩০ জন।

বরিশাল জেলায় প্রাথমিক সমাপনীতে কেন্দ্রের সংখ্যা ১৫০টি, পরীক্ষার্থী ৪২ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৬২ জন ছাত্র এবং ২৩ হাজার ৯৭৫ জন ছাত্রী। ইবতেদায়িতে ৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৪ হাজার ২০ জন ছাত্র এবং ২ হাজার ৭০১ জন ছাত্রী।
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ