Alexa বরিশালে নদীতে জাল ফেলে শ্রীঘরে যু্বক 

বরিশালে নদীতে জাল ফেলে শ্রীঘরে যু্বক 

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩২ ১২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলার দায়ে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সকালে এ রায় দেন জেলা সদরের ইউএনও মোশাররফ হোসেন। দণ্ডিত মাসুদ হাওলাদার উপজেলা সদরের চরকাউয়ার বাবুল হাওলাদারের ছেলে। 

বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাসুদ ও তার সহযোগী মিলে নদীতে জাল ফেলেন। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করলে একজন পালিয়ে যায়। তবে মাসুদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয়। 

তিনি আরো জানান, অভিযানে ৫০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ