Alexa বরিশালে জেএমবির সক্রিয় সদস্য আটক

বরিশালে জেএমবির সক্রিয় সদস্য আটক

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:২৫ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের বাংলাবাজারে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটক কাজী মো. আল ইমরান হোসেন মেহেন্দীগঞ্জ উপজেলার সলদী গ্রামের কাজী মো. আলমগীর হোসেনের ছেলে।

শনিবার দুপুরে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ইমরান জেএমবির একজন দাওয়াতি সদস্য। তিনি বিভিন্ন স্থানে ছদ্মবেশে সংগঠনের দাওয়াতি কর্মকাণ্ড চালাতেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীতে পড়াশোনার সময় জেএমবির শীর্ষ নেতাদের সান্নিধ্য পান। নেতাদের পরিকল্পনা অনুযায়ী উগ্রপন্থি কর্মকাণ্ডের জন্য সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব ছিল তার ওপর।

ডেইলি বাংলাদেশ/এআর