Alexa বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে একজনের মৃত্যু 

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে একজনের মৃত্যু 

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৯ ১১ নভেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশাল জেলার ১০টি উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে একজনের মৃত্যুসহ বহু বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, পানের বরজ ও ফসলি জমির ক্ষতি হয়েছে। 

সোমবার দুপুরে ডিসি এস.এম অজিয়র রহমান প্রাথমিকভাবে এই তথ্য প্রদান করেছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

বরিশাল জেলার ১০টি উপজেলায় ৬৫৫টি আশ্রয়কেন্দ্রে  ১ লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। এরমধ্যে নারী ও শিশু ৬১ হাজার, পুরুষ ছিল ৫৯ জন।

সোমবার নভেম্বর সকাল থেকে আশ্রয়কেন্দ্রের আশ্রিতরা নিজের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে এই সময় সার্বক্ষণিক নিরাপত্তা ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। আশ্রয়গ্রহণকারী মানুষের অবস্থান আনন্দ মুখর করার জন্য খিচুড়ি রান্না এবং বিভিন্ন খাবার পরিবেশন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 

ঘুর্ণিঝড়ে  এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আশালতা মজুমদার। তিনি উজিরপুর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বসতবাড়ির উপরে ঘুর্ণিঝড়ে গাছ ভেঙে পড়লে গাছের আঘাতে তার মৃত্যু হয়। 

এরই মধ্যে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। পাশাপাশি একটি দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। 

এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি গবাদি পশু (গাভী) মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে। 

ফসলের ক্ষতি কিছু হয়েছে যেমন, রোপা উফশী আমন ধান ১ লক্ষ হেক্টর, খেসারি ডাল ২ হাজার হেক্টর, সবজি ৪ হাজার হেক্টর। যার আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলমান রয়েছে। তিন হাজার ঘর বাড়ির আংশিক ক্ষতি হয়েছে এবং সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৫০টি ঘরের।

বাঁধের ক্ষতি হয়েছে ২২ কিলোমিটার, বিভিন্ন বেড়িবাঁধ সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। একলাখ ছোট বড় গাছের আংশিক ও সস্পূর্ণ ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে মৎস্য ঘের ও ৪৩৫টি পুকুরের ক্ষতি হয়েছে। 

কাঁচা রাস্তাঘাটের ক্ষতি হয়েছে ১২০ কিলোমিটার। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে ৫০টি এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়েছে ১০টি। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, ঘর নির্মাণের জন্য ঢেউটিন, ত্রাণ সামগ্রী, কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 
 

ডেইলি বাংলাদেশ/জেএইচ