Alexa বরগুনায় বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত

বরগুনায় বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত

বরগুনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩৩ ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ১৪:২৮ ২৫ জানুয়ারি ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমতলী এ কে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুপুরের ছয় বছর বয়সী মেয়ে মমতাজসহ তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ রাওগা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নূপুর বেগম ও ছেলে নিষাদ এবং নূপুরের ভাগ্নি একই গ্রামের জসিম মোল্লার মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ওসি আবুল বাশার জানান, বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলকারী একটি বাস আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলেসহ তিনজন নিহত হন। এ সময় আহত হয় তিনজন।

তিনি আরো জানান, ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে যান। বাসটি হেফাজতে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম