বরগুনায় দুই ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা
বরগুনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:২২ ২৭ ফেব্রুয়ারি ২০২০

অভিযানে আটক দুই ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনা সদর উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্র্যাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আটকদের প্রত্যেককে এক বছরেরর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন- এসবিআর বিকসের মালিক মিরাজ মাতুব্বর ও সনি বিকস নামের মালিক মহরাজ মল্লিক।
জানা গেছে, বরগুনা সদর উপজেলার কুমড়াখালী এলাকায় এসবিআর ও সনি নামের দুইটি ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং বরগুনার ডিসির কাযালয়ের ইট প্রস্তুত অনুমতি না থাকায় দুটিকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম বলেন, বরিশাল পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং বরগুনা ডিসির কাযালয়ের ইট প্রস্তুত অনুমতি না থাকায় দুই ইটভাটার মালিক প্রত্যককে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা।
ডেইলি বাংলাদেশ/জেডআর