Alexa বরগুনায় অদক্ষতায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বরগুনায় অদক্ষতায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বরগুনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৫:৪০ ১৬ মে ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার কুয়েত প্রবাসী নামের একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক ও নার্সদের অদক্ষতায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ক্লিনিকে ভাঙচুর করেছে।  

বৃহস্পতিবার রাত ৮ টায় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রসূতির মৃত্যু হয়। মৃত সুখি বরগুনা সদরের এম বালিয়াতলী ইউপির শাহীন মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী বলেন, সুখির প্রসব বেদনা শুরু হলে সকাল ১১ টার দিকে বরগুনা কুয়েত প্রবাসী হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষার পর ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত অস্ত্রোপচার করতে হবে জানান। দুপুর ১ টায় প্রসূতিতে অপারেশন থিয়েটারে নেয়া হয়। দুপুর দু'টায় ভূমিষ্ঠ হওয়া একটি ছেলে সন্তান স্বজনদের কাছে দেয়া হয় এবং জানানো হয় রোগী সুস্থ আছেন। সন্ধ্যার দিকে হঠাৎ রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনহীন বলে জানানো হয়। তাঁকে বরিশাল সেবাচিমে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্স ঠিক করে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এসময় সন্দেহ হলে অ্যাম্বুলেন্স যোগে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সুখিকে মৃত ঘোষণা করেন।

শাহীন মিয়া আরো বলেন, সুখিকে অস্ত্রোপচারের জন্য সুস্থ না করেই বিপজ্জনক অবস্থায় অস্ত্রোপচার করা হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করব।

এদিকে, এ ঘটনার পরপরই ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিকে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ক্লিনিকেভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। রোগীর ফাইলে চিকিৎসক হিসেবে সাফিয়া বেগমের নাম দেখানো হয়েছে। তবে সাফিয়া বেগম বা ক্লিনিকের ম্যানেজার অথবা পরিচালক কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান বলেন, ক্লিনিকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি অপচিকিৎসার অভিযোগ উঠেছিল। আমরা ক্লিনিকটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছি। স্বজনরা অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩