বরখাস্ত হলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৩০ ১৯ জানুয়ারি ২০২০ আপডেট: ১২:৩৭ ১৯ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’কে বরখাস্ত করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার এনকে নিউজ জানায়, রি ইয়ং-হোর স্থলাভিষিক্ত হবেন দেশটির শান্তিমূলক পুনর্মিলনী কমিটির (সিপিআরসি) সাবেক চেয়ারম্যান রি সন গওয়ন। যিনি ২০১৮ সালের শুরুর দিকে আন্তঃকোরিয়ান আলোচনায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
আগামী ২৩ জানুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে। তবে এমন পদক্ষেপের খবর উত্তর কোরিয়ার কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
এই সিদ্ধান্ত একটি বড় রাজনৈতিক রদবদলের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যা দেশটির কূটনৈতিক অবস্থানের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ২০১৬ সাল থেকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুই বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার যে তিন দফা প্রদর্শনীমূলক সাক্ষাৎ হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইয়ং-হো।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ