Alexa বন্যা থেকে বাঁচতে গৃহস্থের বিছানায় রয়্যাল বেঙ্গল টাইগার!

বন্যা থেকে বাঁচতে গৃহস্থের বিছানায় রয়্যাল বেঙ্গল টাইগার!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২২ ১৮ জুলাই ২০১৯   আপডেট: ১৬:২৪ ১৮ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

'পায়ে পড়ি বাঘমামা, করো নাকো রাগ মামা... তুমি যে এ ঘরে কে তা জানত!' 

অনেকটা গুপি-বাঘার মতোই অবস্থা হয়েছিল অসমের এক ব্যক্তির। ভারতের কাজিরাঙা জঙ্গলের কাছেই তার বাড়ি। নিজের ঘরে ঢুকতে গিয়ে হঠাত্‍ই দেখতে পান যে বিছানার ওপরে দিব্যি গ্যাঁট হয়ে বসে আছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। 

বিছানায় গুছিয়ে বসে থাকা বাঘের ছবি বৃহস্পতিবার ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অসমে প্রবল বৃষ্টিতে ভাসছে কাজিরাঙা অভয়ারণ্য। বন্যায় মারা গিয়েছে বহু পশু। এই অবস্থায় বন্যার থেকে বাঁচতে এক গৃহস্থের বাড়ি আশ্রয় নিল বাঘ। 

ডেইলি বাংলাদেশ/এমএস

Best Electronics
Best Electronics