বন্ধ হচ্ছে আরো ১৩শ পর্ন সাইট
প্রকাশিত: ১৯:২৯ ৯ ফেব্রুয়ারি ২০১৯

প্রতীকী ছবি
আরো ১ হাজার ৩১৪টি পর্ন সাইট বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বর।
শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী লিখেছেন, আমাদের টিম আরো ১ হাজার ৩১৪টা পর্ন সাইটের সন্ধান পেয়েছে। আমরা এগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে। আমরা যেমনি ডিজিটাল হচ্ছি, তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সব নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়।
তিনি আরো লিখেছেন, বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব বন্ধ করা হবে। এছাড়া ইন্টারনেটে জুয়াও খেলার ১২টি সাইট পেয়েছি। সেগুলো বন্ধ করছি। ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ।
গত বুধবার ২৪৪টি পর্ন ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি দেশের সবক’টি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়ে অবিলম্বে নির্দশনা কার্যকর (ডোমেইন ও লিংক বন্ধ) করতে বলে।
ডেইলি বাংলাদেশ/এসআই
- স্মার্ট কার্ড অনলাইনে সংশোধন করবেন যেভাবে
- বন্ধ হয়ে যাবে মোটা মানুষদের ফেসবুক আইডি!
- ৭ দিনের নিচে কোন ইন্টারনেট প্যাকেজ নয়
- ২০১৮ সালে ফোন বিস্ফোরণের শীর্ষে কোন ব্র্যান্ড?
- ৩ দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে
- দাম কমবে ইন্টারনেটের
- মেসেঞ্জারে নতুন সুবিধা
- গুগল-ফেসবুক জয় করলো বাংলাদেশি তরুণ
- নষ্ট মোবাইল ফেরত দিলেই পাবেন টাকা!
- ফেসবুকের জন্মদিন আজ!
- নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে শীর্ষ চারে বাংলাদেশ
- গ্রামীণফোন ছেড়েছে ৬২ হাজার গ্রাহক!
- নষ্ট মোবাইল দিলেই টাকা
- ফেসবুকে ‘ভুল’ মেসেজ! ডিলিট করবেন যেভাবে
- গুগল সার্চে শীর্ষ দশে হিরো আলম