Alexa বন্ধুর বিয়েতে উপহার এক বাক্স পেঁয়াজ!

বন্ধুর বিয়েতে উপহার এক বাক্স পেঁয়াজ!

কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:৫৪ ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৪:৫৯ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা সদরে বন্ধুর বিয়েতে উপহার হিসেবে এক বাক্স পেঁয়াজ দিয়েছে অন্য বন্ধুরা।

শুক্রবার দুপুরে ওই উপজেলার কালখাড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার মধ্যেই এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩২ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, কালখাড়পাড় এলাকার ইমদাদুল হক রিপন বিয়ে করেছেন ৯ নভেম্বর। শুক্রবার বৌ-ভাতে রিপনের তিন বন্ধু শহীদ, শিপন ও শাহজাহান পাঁচ কেজি পেঁয়াজ উপহার দেন। বিয়ে বাড়িতে আসা সবার দৃষ্টি আকর্ষণ করেছে পেঁয়াজের বাক্সটি।

বর ইমদাদুল হক রিপন বলেন, এ উপহার আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ আমার বন্ধুদের এমন ব্যতিক্রমী উপহারের জন্য।

ডেইলি বাংলাদেশ/এআর