Alexa বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো কলেজছাত্র

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো কলেজছাত্র

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৬ ১৬ জানুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের বাখুন্ডায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা জোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম রাজধানীর ভাষানটেকের ফখরুল কবিরের ছেলে। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আহত শাওন ভাঙ্গা উপজেলার গজারিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

শাওন জানান, তারা মোটরসাইকেলে চড়ে ঢাকায় ফিরছিলেন। নূর নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাখুন্ডা জোড়া মসজিদের সামনে বিপরীতমুখী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে নূর ঘটনাস্থলেই নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে নূর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/এআর