Alexa বন্ধুকে বাঁচাতে গিয়ে একসঙ্গে মৃত্যু

বন্ধুকে বাঁচাতে গিয়ে একসঙ্গে মৃত্যু

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩৬ ২০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ধুনটে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিক দুই বন্ধু মারা গেছেন।  রোববার সকালে ধুনটের নিমগাছী ইউপির নাংলু গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মহিদুল ইসলাম গাবতলীর তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে ও মিনহাজ একই গ্রামের তাজুর মণ্ডলের ছেলে। 

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই দুই নির্মাণ শ্রমিক কাজ করছিলো। তারা সেপটিক ট্যাংক তৈরি করে তা ঢেঁকে রেখেছিলো। সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে মহিদুল ভিতরে পড়ে যায়। এ সময় মিনহাজ তাকে উদ্ধারের জন্য গেলে সেও পড়ে যায়। 

পরে স্থানীয়রা সেপটিক ট্যাংক ভেঙ্গে তাদেরকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/জেএস