Alexa ছয় দিনের মাথায় মারা গেল বন্দী লাদেন

ছয় দিনের মাথায় মারা গেল বন্দী লাদেন

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২৭ ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:০৪ ১৮ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে আসামের ওরাং জাতীয় উদ্যানে বন্দী হিংস্র হাতিটি মাথায় মারা গেছে। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামানুসারের হাতিটির নামকরণ করা হয়েছিল।

এর আগে হিংস্র প্রকৃতির কারণে ওসামা বিন লাদেনকে বন্দী করা হয়েছিল। ৩৫ বছর বয়স্ক হাতিটির স্থান হয়েছিল ওরাং জাতীয় উদ্যান। গত মাসে লাদেনের আক্রমণে আসামের গোয়ালপাড়ায় পাঁচ জনের মৃত্যু হয়। 

তবে ওসামা বিন লাদেনের বন্দীদশা হয়তো পছন্দ হয়নি। তাই তো বন্দী হওয়ার ছয় দিনের মাথায় রোববার স্থানীয় সময় সকাল ৫টায় হাতিটির মৃত্যু হয়। জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত করা হবে। 

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় উদ্যানের এক কর্মচারী বলেন, হাতিটি স্বাভাবিক আচরণ করছিল। তবে এটির পা বেঁধে রাখা হয়েছিল যাতে পালাতে না পারে।

ডেইলি বাংলাদেশ/জেডআর