Alexa বছরের দ্বিতীয় ছবি ‘কাঠবিড়ালী’ আসছে ১৮ হলে 

বছরের দ্বিতীয় ছবি ‘কাঠবিড়ালী’ আসছে ১৮ হলে 

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১০ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নতুন বছরের দ্বিতীয় ছবি হিসাবে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত ছবি ‘কাঠবিড়ালী’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি দেশের ১৮টি হলে মুক্তি পাবে। 

এরমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স , ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী সিনেমা, আনন্দ, চিত্রামহল হলে ছবিটি প্রদর্শিত হবে। ঢাকার বাইরে ছবিটি মুক্তি পাচ্ছে- সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর) এবং অভিরুচি (বরিশাল) হলগুলোতে।

ছবিটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, ছবিটি নিয়ে আমাদের সবারই অনেক প্রত্যাশা। একটি ভালো গল্পের ছবি ‘কাঠবিড়ালী’। ছবিটি তৈরি হয়েছে গ্রামের প্রেক্ষাপট নিয়ে। একটি প্রেম-ভালোবাসার গল্পে যা যা থাকে-বিচ্ছেদ, বেদনা, হিংসা নানা অনুভূতি নিয়েই এগিয়েছে ছবিটি। সেই জায়গা থেকে আশা করছি, সবার কাছ থেকে ভালো সাড়া পাবো।

ছবিটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, আমাদের স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। আশা করছি ‘কাঠবিড়ালী’ দর্শকদের ভালো লাগবে। 

তাসনিমুল তাজের চিত্রনাট্যে ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়নের পর এবার মুক্তি পাচ্ছে ছবিটি। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।  

নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা চিলেকোঠা ফিল্মস-এর ব্যানারে নির্মিত এ ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। 

ডেইলি বাংলাদেশ/এনএ