Alexa বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন লোকনাথ উচ্চ বিদ্যালয়

বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন লোকনাথ উচ্চ বিদ্যালয়

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:০১ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে আয়োজিত বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লোকনাথ উচ্চ বিদ্যালয়। 

রোববার রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনাল ম্যাচে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজকে ১৬ রানে হারায় লোকনাথ উচ্চ বিদ্যালয়।

টস হেরে ব্যাট করতে নেমে নূরের ৪২ রানের সুবাদে ১২২ রান করে লোকনাথ উচ্চ বিদ্যালয়। শিক্ষা বোর্ডের তারেক ২৫ রানে ৪ উইকেট নেন। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ। দলের পক্ষে নাবিদ ১৬ রান করেন। পারভেজ ১৩ রানে ৩টি ও নূর ২০ রানে ২ উইকেট লাভ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাইফুল্লাহ খান জেম, শাহনেওয়াজ শহীদ সানু প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এম