বঙ্গবন্ধু গোল্ডকাপ
বিকেলে শিরোপা লড়াইয়ে মুখোমুখি ফিলিস্তিন-বুরুন্ডি
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৫৯ ২৫ জানুয়ারি ২০২০ আপডেট: ১৫:১৬ ২৫ জানুয়ারি ২০২০

ফাইল ফটো
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিকেলে বুরুন্ডির মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে বিটিভি ও আরটিভি।
টুর্নামেন্টের ইতিহাসে দুইবার শিরোপা জয়ের রেকর্ড আছে শুধুমাত্র মালয়েশিয়ার। এবার তাদের কীর্তি ছোঁয়ার সুযোগ এসেছে ফিলিস্তিনিদের সামনে। প্রতিযোগিতার গত আসরের শিরোপা উঠেছিলো তাদেরই হাতে।
অপরদিকে প্রথমবারের মতো এই আসরের ফাইনালে উঠেছে বুরুন্ডি। শিরোপা জিতে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।
ফিফা র্যাংকিংয়ে বুরুন্ডির চেয়ে ৫০ ধাপ এগিয়ে আছে ফিলিস্তিন। যদিও চলতি টুর্নামেন্টের পারফরম্যান্স বিচারে স্পষ্টভাবেই এগিয়ে আছে পূর্ব আফ্রিকার ছোট্ট দেশটি।
তবে শেষ হাসি কে হাসবে সেটা জানা যাবে আজকের চূড়ান্ত লড়াইয়ের পরই।
ডেইলি বাংলাদেশ/এম/আরএস