Alexa ‘বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে’

‘বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১৯ ১৮ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে হলে তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা সবাই মিলে দেশকে উন্নত-সমৃদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সফল হবে।

রোববার শ্রম  ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। এ আদর্শকে ধারণ করতে পারলে আমাদের সবার লাভ, জাতির লাভ। 

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান সৎ সাহস আর নেতৃত্বের দৃঢ়তার জন্য বঙ্গবন্ধু হয়েছেন, জাতির পিতা হয়েছেন, মহান হয়েছেন। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে সবাই মিলে এক সঙ্গে কাজ করে ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে আত্মনিয়োগ করবো- আজকের দিনে এই হোক আমাদের শপথ।

মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহা-পরিদর্শক শিবনাথ রায়, অতিরিক্ত সচিব সাকিউন নাহার এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানসহ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসআই