Alexa বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্পেনে আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্পেনে আলোচনা সভা

কবির আল মাহমুদ, স্পেন ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:৫৪ ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ২৩:৫৪ ১৪ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ স্পেন শাখার  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দেশটির রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্পেন যুবলীগের সভাপতি মো. ইফতেখার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি প্রবীণ কমিউনিটি নেতা মো. আব্দুল মালেক, স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঢালী, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ, স্পেন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. বোরহান উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক খান, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন মাস্টার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেনের প্রচার সম্পাদক মো. আবুল কালাম প্রমুখ। যুবলীগ নেতা ওলিউর রহমান সভা সঞ্চালনা করেন। 

বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস কারাবরণ করে বঙ্গবন্ধু ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। বঙ্গবন্ধু যদি সেদিন ফিরে না আসতেন তাহলে বাংলার মানুষের কাছে স্বাধীনতা শব্দটির অর্থ ম্লান হয়ে যেতো। আমরা আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

এ সময় বক্তারা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় স্পেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ একাধিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এছাড়া আশপাশের কয়েকটি রাজ্য থেকেও বেশ কয়েকজন নেতা আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

ডেইলি বাংলাদেশ/আরএইচ