Alexa বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির ভিসির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির ভিসির শ্রদ্ধা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০৩ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৭:১২ ৯ অক্টোবর ২০১৯

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি প্রফেসর ড. মো. শাহজাহান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।  

বুধবার বিকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন আশিকুর রহমান প্রিন্স, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, আমাকে জাতির পিতার নামের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে যে মহান দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যথাযথভাবে পালন করব।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের খুদেবার্তার মাধ্যমে ড. মো.  শাহজাহানকে উপাচার্যের কাজ সম্পাদনের জন্য দায়িত্ব দেয়া হয়।

 

ডেইলি বাংলাদেশ/জেডএম