Alexa বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪৩ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় গাজীরটেক ইউপির কারিকর ডাঙ্গী গ্রামের সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

ইউএনও'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুজন সাহা, মেম্বার মাসুদসহ প্রমুখ।

ইউএনও জানান, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মূলত তিনি এ উদ্যোগটি নিয়েছেন। এ লক্ষ্যে সড়কের পাশে ৪৫০ টি ও অন্যান্য স্থানে ৫৫০টিসহ মোট এক হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেএস