Alexa বগুড়ায় শ্যালো মেশিনে চাদর জড়িয়ে কৃষকের মৃত্যু

বগুড়ায় শ্যালো মেশিনে চাদর জড়িয়ে কৃষকের মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৫ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১৯:২৬ ২৩ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিনে চাদর জড়িয়ে ফাঁস লেগে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন উপজেলার ৩নং ভাটরা ইউপির চৌদিঘী গ্রামের মনসুর হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার রাতে কৃষক জামাল হোসেন চৌদিঘী পশ্চিম মাঠের বোরো ধানের জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছিল। একপর্যায়ে শ্যালো মেশিনের সঙ্গে তার গায়ের চাদর জড়িয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। 

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে অসতকর্তকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
 

ডেইলি বাংলাদেশ/জেডআর