Alexa বগুড়ায় লিটল থিয়েটারের পিঠা উৎসব

বগুড়ায় লিটল থিয়েটারের পিঠা উৎসব

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৭ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া শহরে পিঠা উৎসবের আয়োজন করেছে লিটল থিয়েটার নামক একটি সংগঠন। এতে অংশ নিয়েছে ২০টি স্কুলের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনের মাঠে এ উৎসব উদ্বোধন করেন ডিসি ফয়েজ আহাম্মদ।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে শীতের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

পিঠা উৎসব ঘুরে দেখছেন ডিসি ফয়েজ আহমেদ

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, উচ্চারণ একাডেমীর পরিচালক পলাশ খন্দকার প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর