Alexa বগুড়ায় দেড় ফুট লম্বা হুতুম পেঁচা অবমুক্ত 

বগুড়ায় দেড় ফুট লম্বা হুতুম পেঁচা অবমুক্ত 

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৪ ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:০৬ ২৪ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

বগুড়া শহরের কালিতলা থেকে উদ্ধার হওয়া প্রায় দেড় ফুট লম্বা একটি হুতুম পেঁচা পাখি অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে পাখিটি অবমুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কালিতলা হাটের পশ্চিম পার্শ্বের একটি গাছে ঝিমানোর সময় স্থানীয়রা জাল দিয়ে পাখিটি ধরে। পরে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করলে পাখিটির সেবা-শুশ্রুষা করা হয়।

এদিন কার্যালয় চত্বরের বাগানে হুতুম পেঁচাটি অবমুক্ত করে সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সুবেদার ইসলাম জানান, স্থানীয়রা পাখিটি উদ্ধার করে। পরে কার্যালয়ে নিয়ে সুস্থ করার পর অবমুক্ত করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বন কর্মকর্তা তুহিনুল হক, তোফাজ্জল হোসেন, হিসাবরক্ষক মনছুর আলী, অফিস সহকারী জাহিদ হোসেন প্রমুখ।

 

ডেইলি বাংলাদেশ/জেডআর