Alexa বকশীগঞ্জে ড্রেজার-পাইপ পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জে ড্রেজার-পাইপ পুড়িয়ে ধ্বংস

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:২৬ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জের দশানী নদীতে বালু তোলায় ব্যবহৃত দুটি ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউপির দক্ষিণ কুশলনগর গ্রামে এ অভিযান চালান ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার।

ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রভাবশালীরা দশানী নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলছে। ফলে নদী ভাঙনের পাশাপাশি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এসব সমস্যা তাকে অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ও বকশীগঞ্জ থানার ওসি হযরত আলীকে নিয়ে দশানী নদীতে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে ড্রেজারের মালিক ও শ্রমিকরা সেখান থেকে দ্রুত পালিয়ে যান। পরে দুটি ড্রেজার ও দুই হাজার ৪০০ মিটার প্লাস্টিকের পাইপ উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, উপজেলার কোথাও অবৈধভাবে বালু তুলতে দেয়া হবে না। বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ