বউয়ের মুখ দেখেই কান্না স্বামীর, ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২১:৪৭ ২১ জানুয়ারি ২০২০

ছবিঃ সংগৃহীত
বিয়ের মূল কথা যেখানে মন কিংবা আত্মার মিলন, সেখানে সব রীতি-নীতির পাশাপাশি থাকে দুটি মানুষের আবেগ-অনুভূতি ৷
বিয়ে মানে দুইজন মানুষের মাঝে বন্ধন৷ তাই বিয়ে প্রতিটা মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ৷ হয়তো ছাদনাতলায় প্রথম দেখা কিন্তু তবুও বর ও কনের মেলবন্ধনে তা মনে হয় বহুদিনের চেনা পরিচয়৷ মনের মানুষকে বিয়ের সাজে দেখে কারো হৃদয়ে অন্যরকম ঢেউ ওঠে ৷
আর তেমনই এক বিয়েতে নববধূকে লাল টুকটুকে বেনারসীতে, পান পাতার আড়ালে দেখে চোখের জল বাঁধ মানল না বরের৷ মালা বদলের আগে নতুন বৌকে দেখে কেঁদে ফেললেন বর৷ শেষ পর্যন্ত বরের চোখে জল দেখে চোখ ভিজে এল কনেরও৷
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ