Alexa ফ্রান্সে সেতু ধসে নিহত ২

ফ্রান্সে সেতু ধসে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১০ ১৯ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সেতু ধসে অন্তত দু'জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় টুলুসের কাছে মিরপইক্স-সুর-টার্ন শহরে একটি নদীর ওপর নির্মিত সেতুটি দু’টি গাড়ি নিয়ে ধসে পড়ে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

টুলুসের আইনজীবী ডমিনিক আলজারি জানিয়েছেন, দুর্ঘটনায় ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা সেই কিশোরির মা’কে উদ্ধার করতে সক্ষম হন। 

বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বিবৃতিতে মিরপইক্স-সুর-টার্নের মেয়র এরিক ওগেট বলেন, দুর্ঘটনাস্থলে প্রায় ৬০ জন উদ্ধারকর্মী কাজ করেছে। অনুসন্ধান শেষে সেখান থেকে এক ট্রাক ড্রাইভারের লাশও উদ্ধার করেছে তারা। 

ওগেট আরো বলেন, ডুবে যাওয়া ট্রাকের সঙ্গে তার মরদেহ আটকে ছিল যা পরে বের করা হয়। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টার্ন নদীতে সাসপেনশন তারগুলো ছিটকে যাওয়ার ফলে সেতুর কাঠামো বিধ্বস্ত হয় এবং সেটি ধসে পড়ে। 

দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিককালে করা সেতু পরিদর্শন রিপোর্ট অনুযায়ী সেখানে কোনো সুরক্ষা ত্রুটি পাওয়া যায়নি। 

হাউতে-গ্যারোন পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় উপস্থিত ব্যক্তি যারা আহতদের সাহায্য করার চেষ্টা করছিল তারা সহ তিনজন গুরুতর আহত হয়েছে।

পুলিশ আরো জানায়, দমকল বাহিনীর দু'জন সদস্য উদ্ধারকার্য চলাকালে আহত হন।

ডেইলি বাংলাদেশ/মাহাদী