Alexa ফেসবুক বানানো ছিল ‘ভয়ংকর ভুল’ : জাকারবার্গ

ফেসবুক বানানো ছিল ‘ভয়ংকর ভুল’ : জাকারবার্গ

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৭ ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ২৩:৫১ ১২ জানুয়ারি ২০২০

ফাইল ফটো

ফাইল ফটো

প্রচুর সমালোচনা সত্ত্বেও কখনো মুখ খোলেননি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার তিনি নিজেই করলেন সমালোচনা।

জাকারবার্গ জানান, ফেসবুক সমাজকে বিপুল ক্ষতির মুখোমুখি করছে। অন্যদিকে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান ফেসবুক হলো ‘বড় ধরণের ভুল’। তিনি তার সন্তানকে ফেসবুক ব্যবহার করতে দেন না বলেও জানান। 

জাকারবার্গ আরো জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। সামাজিক কাজকর্ম করার জন্য ফেসবুক অনেক রকম টুলসও এনেছে। তবে এখন তিনি মনে করেছেন এই ফেসবুক হলো ‘ভয়ংকর ভুল’।  

এদিকে চামাথ পালিপিতিয়া জানান, কীভাবে মানুষের মনে পরিবর্তন আনা যায় সেটা নিয়ে তারা ভাবছেন। তবে তিনি এও বলেন, শিশুদের মাথায় কখন কী চলছে, সেটা কেবল উপরওয়ালা অবগত আছেন! সূত্র: জি-নিউজ

ডেইলি বাংলাদেশ/এমএইচ/এমকেএ