Alexa ফেসবুক ইউজারদের জন্য তৈরি হচ্ছে ‘ফেসবুক ভিলেজ’

ফেসবুক ইউজারদের জন্য তৈরি হচ্ছে ‘ফেসবুক ভিলেজ’

ফিচার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২০ ১৫ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একই গ্রামে থাকবেন সব ফেসবুক ইউজাররা। তাইতো গ্রামের নাম ফেসবুক ভিলেজ। ফেসবুক ইউজারদের কথা মাথায় রেখে আস্ত একটা গ্রাম তৈরি করতে চলেছে ফেসবুক।

এই গ্রাম তৈরি হবে মূলত ফেসবুক ইউজারদের জন্য! তবে ভার্চুয়ালে নিজেদের আলাদা জগত্‍ তৈরি করার জন্যই একটি নতুন উদ্যোগ নিচ্ছেন। আর এই উদ্যোগটির নাম দিয়েছেন ফেসবুকে ভিলেজ।

এই গ্রামটি মার্কিন যুক্তরাষ্ট্রের মেনলো পার্কসংলগ্ন স্থানে গড়ে উঠবে। ফেসবুকের এই শহরে থাকবে বাসস্থান, দোকানপাট, ফার্মেসি, হোটেলে এবং ফেসবুকের করপোরেট অফিস। এই গ্রামটি তৈরি করার জন্য ইতিমধ্যে ফেসবুক জমিও কিনেছে।

ফেসবুক কমিউনিটি পেজে বলা হয়েছে, আমাদের মিশন হলো একটি ফেসবুক কমিউনিটি তৈরি করা, যেখানে ফেসবুকপ্রেমীরা একসঙ্গে সহাবস্থান করবে। গত দুই বছর ধরে ফেসবুক এই প্রকল্পের উপর কাজ করে চলেছে। ফেসবুক চায় এই শহর যাতে ২০২১ সালের মধ্যে তৈরি হয়ে যায়। এই শহরে গড়ে উঠবে ১৫০০ বাড়িঘর।

ডেইলি বাংলাদেশ/জেএমএস