ফেসবুকে মেয়ে পরিচয়ে যুবকের প্রতারণা, গ্রেফতার ১
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২৩:০৮ ২৭ ফেব্রুয়ারি ২০২০

ফেসবুকে মেয়ে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক (ছবি: ডেইলি বাংলাদেশ)
ফেসবুকে মেয়ে পরিচয়ে প্রতারণার অভিযোগে সুজাউল হক নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী পুলিশ।
বুধবার নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ নগর আবাসিক এলাকার রৌদ্রছায়া নামে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুজাউল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ফুলবাড়ী এলাকার আইনুল হকের ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফেসবুকে মেয়ে নাম ব্যবহার করে প্রথমে বন্ধুত্ব এরপর বিভিন্ন কৌশলে শতাধিক পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সুজাউল। সম্প্রতি প্রতারণার স্বীকার এক পুরুষের অভিযোগের ভিত্তিতে বায়েজিদ নগর আবাসিক এলাকার রৌদ্রছায়া নামে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, সুজাউল কখনো ভিডিও কলে কথা বলতেন না। চ্যাট করে কথা বলতেন। প্রতারণার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতেন তিনি। এমনকি বাবা-মা ও নিজের অসুস্থতার কথা বলে ৫০০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে বলে সুজাউল আমাদের জানিয়েছেন।
ডেইলি বাংলাদেশ/আরএম