Alexa ফেসবুকের নতুন ডিজাইনে বাদ যাচ্ছে নীল রঙের বার

ফেসবুকের নতুন ডিজাইনে বাদ যাচ্ছে নীল রঙের বার

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৪ ১৪ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আমূল পরিবর্তন বা বলা ভালো রদবদল ঘটাতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ ফেসবুকের ডিজাইনে আমূল পরিবর্তন করার পরিকল্পনা করছেন। সম্প্রতি তথ্য চুরির অভিযোগে জর্জরিত হয়েছে ফেসবুক। 

সেজন্যই বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে ফেসবুক। নতুন ডিজাইনে বাদ গেছে নীল রঙের বার, গুরুত্ব কমেছে নিউজ ফিডে। পরিবর্তন হচ্ছে ম্যাসেঞ্জার অ্যাপেও। নতুন ডিজাইনে বাড়ছে অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও ওন ডিমান্ড এর মতো সুবিধা। চেনা মানুষের সঙ্গে কথা বলার রজন্য আসছে অনন্য ফিচার।

ডেইলি বাংলাদেশ/জেএমএস