Alexa ফের হ্যাটট্রিক করলেন দীপক চাহার

ফের হ্যাটট্রিক করলেন দীপক চাহার

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৪ ১২ নভেম্বর ২০১৯  

দীপক চাহার

দীপক চাহার

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মূলত দীপক চাহারের কাছেই হেরে যায় বাংলাদেশ। মাত্র ৭ রানে ৬ উইকেট তুলে নেয়া দীপক এদিন তুলে নেন হ্যাটট্রিকও। সে কীর্তির তিন দিন পার হতে না হতেই আবারো হ্যাটট্রিক করে বসলেন রাজস্থানের এই পেসার।

মঙ্গলবার বিদর্ভের বিপক্ষে৩ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন দীপক। এর মধ্যে একটি হ্যাটট্রিক ও একটি মেইডেন ওভার পান তিনি।

দর্শন নালকাড়ে, শ্রীকান্ত ওয়াঘ ও অক্ষয় ওয়াড়কারের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন দীপক চাহার। ১৩তম ওভারের শেষ তিন বলে এই তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি।

তিনদিনের মধ্যে দীপকের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। নাগপুরে বাংলাদেশকে হারানোর ম্যাচে হ্যাটট্রিকসহ টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং করেন দীপক।

ডেইলি বাংলাদেশ/এম