Alexa ফের শাট ডাউন এড়াতে সাময়িক ব্যয় বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

ফের শাট ডাউন এড়াতে সাময়িক ব্যয় বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২৮ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বড়দিনের আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া তথা শাটডাউন এড়াতে একটি সাময়িক ব্যয় বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে ফেডারেল তহবিল প্রদানের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সিনেট এক মাসের অর্থ ছাড়ের অনুমোদন দেয়ার পর তিনি এ বিলে স্বাক্ষর করলেন। 

আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল কার্যক্রম সচল রাখতে স্বল্প মেয়াদি তহবিল প্রদানের অর্থ হচ্ছে ওয়াশিংটনে চরম উত্তেজনাপূর্ণ সময় চলাকালে ২০২০ অর্থ বছরের তহবিল পাসে ফের আরেকবার বিতর্ক করতে বাধ্য হবে কংগ্রেস।

এ সপ্তাহের গোড়ার দিকে প্রতিনিধি পরিষদে এটি অনুমোদনের পর কথিত চলমান প্রস্তাব সিনেটে ৭৪-২০ ভোটে পাস হয়।

কংগ্রেস দীর্ঘ মেয়াদি কোন চুক্তি করতে পারে না। ডেমোক্রেট ও রিপাবলিকানের আইনপ্রণেতা এটা নিয়ে কয়েকমাস ধরে আলোচনা করলেও অন্যান্য বিষয়ের মধ্যে মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণ পরিকল্পনায় তহবিল প্রদান প্রশ্নে তাদের মতপার্থক্য রয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে মতভেদের কারণে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় পর ট্রাম্পের শাসনামলে ইতোমধ্যে দু’বার সরকারি কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। ২০১৮ সালের শেষের দিক থেকে ২০১৯ সালের শুরুতে ৩৫ দিন যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সূত্র: এএফপি

ডেইলি বাংলাদেশ/মাহাদী